Header Ads

বগুড়ায় বন্যা পরিস্থিতির অবণতি, শিশুর মৃত্যু।

   বগুড়ার সোনাতলা সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবণতি হয়েছে। উজানের ঢলে যমুনা ও বাঙ্গালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যা পরিস্থিতির অবণতি হয়েছে।

বন্যার পানিতে ডুবে দুলালী খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুলালী ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের দুলু মিয়ার মেয়ে। শুক্রবার বিকেলের দিকে বাড়ির পাশে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

যমুনা নদীর পানি আবরো বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টার ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া বাঙ্গালী নদীর পানি ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাঙ্গালী নদীর পানি বেড়ে সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় নতুন করে ১২ ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব এলাকার রাস্তাঘাট ভেঙে গেছে। সদ্য লাগানো রোপা আমন ধানের জমি তলিয়ে গেছে।

এছাড়া বিভিন্ন ধরনের সবজি ক্ষেত তলিয়ে ক্ষতি হয়েছে। মৎস্য চাষীদের জলাশয় ও পুকুরে মাছ ভেসে গেছে।

No comments

Powered by Blogger.